চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।
রবিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পরপর দুইবার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।
লুৎফুল আহসান চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্ম নেন। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। ২০০৩ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মলিকিউলার বায়োলজি বিষয়ে বেলজিয়াম থেকে মাস্টার্স ও ২০১৫ সালে ইতালির ইউনিভার্সিটি অব মিলান থেকে অ্যানিমেল নিউট্রিশন ও ফুড সেফটি বিষয়ে পিএইচডি অর্জন করেন। এছাড়া তিনি নেদারল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন।
লুৎফুল আহসান ২০০৩ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের এনাটামি ও হিস্টোলজি বিভাগের প্রধান এবং পরবর্তীতে গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
নিউজনাউ/আরএইচআর/২০২৩