alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

গভীর রাতে পুড়ে ছাই চকবাজারের বসতঘর-মুরগির ফার্ম

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২, ০১:২১ পিএম

গভীর রাতে পুড়ে ছাই চকবাজারের বসতঘর-মুরগির ফার্ম
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চকবাজার থানার ডিসি রোডে বসতঘর ও মুরগির ফার্মে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, চকবাজারের ডিসি রোড এলাকায় বসতঘর ও একটি মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। 

তিনি বলেন, প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি ও ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

নিউজনাউ/আরএইচআর/২০২২

X