alo
ঢাকা, সোমবার, নভেম্বর ২৮, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

কর্ণফুলীতে দায়সারা বিজ্ঞান মেলা, 'খুঁদে বিজ্ঞানীদের ইউটিউববাজি'

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২, ১০:৩৮ পিএম

কর্ণফুলীতে দায়সারা বিজ্ঞান মেলা, 'খুঁদে বিজ্ঞানীদের ইউটিউববাজি'
alo

 

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২৩ নভেম্বর উদ্বোধনের কথা থাকলেও একদিন পর বৃহস্পতিবার তা উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিশেষ অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ। মেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১১টি স্টল বসে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা ইউটিউবের ভিডিও দেখে প্রজেক্ট তৈরি করে স্টলে তুলেছেন। এনিয়ে সচেতন মহলের প্রশ্ন উঠে শিক্ষার্থীরা ইউটিউবের ভিডিও দেখে প্রজেক্ট তৈরি করলে তাদের মেধা বিকাশের আর সুযোগ থাকবে কোথায়।

জানতে চাইলে ইউএনও মো. মামুনুর রশিদ নিউজনাউকে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২৩ ও ২৪ তারিখ দুইদিন ছিল। ২৪ তারিখ আনুষ্ঠানিক উদ্ধোধন হলেও ২৩ তারিখ কিছু কিছু ইভেন্ট হয়েছিল। অনেক স্টলের প্রজেক্ট আমাদের পছন্দ হয়নি। প্রজেক্ট নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করেছিলাম শিক্ষার্থীদের। কেউ কেউ সঠিক উত্তর দিতে পারেনি। তবে অনেকে ভালো করেছেন।

তিনি আরো বলেন, বিজ্ঞান মেলার প্রজেক্ট গুলোর বিচারক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব কর্মকর্তারা।

নিউজনাউ/পিপিএন/২০২২

X