alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

বোয়ালখালীর শাহ মাবুদিয়া দরবারের মিলাদুন্নবী (সা.) জুলুস

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২২, ০৬:৫৭ পিএম

বোয়ালখালীর শাহ মাবুদিয়া দরবারের মিলাদুন্নবী (সা.) জুলুস
alo

 

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সা.) উপলক্ষ্যে জশনে জুলুস ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সারোয়াতলী খিতাপচর মাবুদিয়া দরবার থেকে র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় জুলুসে নেতৃত্ব দেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা অধ্যক্ষ মূফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (মা.জি.আ.)। এতে উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা আবদুল করিম আল কাদেরী।

র‌্যালী শেষে দরবার প্রাঙ্গনে পবিত্র মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য শীর্ষক আলোচনা সভা. জোহরের নামাজ আদায়, মিলাদ-ক্বিয়াম ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজনাউ/পিপিএন/২০২২

X