চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় আগুনে পুড়েছে ৩টি বসতঘর।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গণ্ডামারায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে রশিদ আহমদ, জাফর আহমদ ও নবীর হোসাইন এর ঘর পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।
নিউজনাউ/একে/২০২২