চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে সেরা আন্তর্জাতিক খাবারের যাদুকরি স্বাদ দিতে দি পেনিনসুলা চিটাগাং এর ১৫ তলায় গ্র্যান্ড ওপেনিং-এর মাধ্যমে যাত্রা শুরু করলো ‘সিররাস স্কাই ডাইনিং’ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ সহ পিয়ানোর সুরে অতিথিদের আতিথিয়তা দেবে এই রেস্টুরেন্ট।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরের বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সিররাস স্কাই ডাইনিং-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ, র্যাংক এফসি প্রপার্টিজের সিইও তানভীর শাহরিয়ার রিমন, পেনিনসুলা চিটাগাং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন।
এছাড়া নগরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গসহ পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরে প্রথম একটি সর্বাধুনিক ক্লাসিক ডাইনিং-এ নান্দনিক সৌন্দর্যে লাইভ পিয়ানোর সুরে অতিথিদের স্বাগত জানাবে ‘সিররাস স্কাই ডাইনিং’। পিয়ানোর মুগ্ধ সুরের সাথে সেরা স্বাদের বৈচিত্রময় আন্তর্জাতিক খাবার উপভোগ করার সুযোগ পাবেন অতিথিরা। ক্লাসিক ডাইনিং-এ সুরের মুর্ছনার পাশাপাশি অতিথিরা সুউচ্চ ১৫ তলা থেকে পর্যটন শহর চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সিররাস স্কাই ডাইনিং সম্পর্কিত আরও প্রশ্ন এবং বুকিং-এর জন্য ফোন করতে হবে 01755554604 নম্বরে।
নিউজনাউ/পিপিএন/২০২২