alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আল হারামাইন পারফিউমস চট্টগ্রামে, তিন দিনব্যাপী ২০% ছাড়

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০৮:৩৯ পিএম

আল হারামাইন পারফিউমস চট্টগ্রামে, তিন দিনব্যাপী ২০% ছাড়
alo

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করলো মধ্যপ্রাচ্যের বিখ্যাত আল হারামাইন পারফিউমস। পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি এই আউটলেটে থাকছে ডিওডরেন্ট, এয়ার ফ্রেশেনার ও বার্নার স্ট্যান্ডের মত মন ভালো করা সব পণ্য।

শনিবার (১৮ মার্চ) নগরের খুলশী টাউন সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে ঝলমলে এক আউটলেটের  উদ্বোধন হয়।

রমজানকে সামনে রেখে নতুন এই আউটলেটে উন্মোচিত হলো একদম নতুন ১০টি সুগন্ধি পণ্য। এছাড়াও উদ্বোধন উপলক্ষ্যে খুলশী আউটলেটে চট্টগ্রামবাসীর জন্য থাকছে ৩ দিনব্যাপী সমস্ত প্রডাক্টে ২০% ফ্ল্যাট মূল্যছাড়। 

আল হারামাইন পারফিউমস গ্রুপের কর্ণধার ও সুগন্ধির জগতে সাড়া জাগানো নাম মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি। যার স্বপ্নের যাত্রায় আউটলেটটি এক নতুন সংযোজন।

এই আউটলেট দিয়ে বাংলাদেশে আল হারামাইন পারফিউমসের মোট আউটলেটের সংখ্যা দাড়ালো ৮ টি। প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিস রমজানকে সামনে রেখে আরো আউটলেট শুরু করার পরিকল্পনা করছে। 

আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সাবেক রাষ্ট্রদুত কায়সার রশিদ চৌধুরীর সহধর্মী খুরশিদ জাহান রশিদ, আল হারামাইন পারফিউমস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর সৈয়দ সাব্বির আহমেদ ও গ্রুপের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, বাংলাদেশসহ আল হারামাইন পারফিউমসের মোট ১শ’ টিরও বেশী দেশে আউটলেট রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরীতে তৈরী সমস্ত সুগন্ধি পণ্য এখন ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। 

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X