alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘ডেন্টাল স্টুডিও খুলশী’

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০২:০২ পিএম

চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘ডেন্টাল স্টুডিও খুলশী’
alo

চট্টগ্রাম ব্যুরো: নিত্যনতুন প্রযুক্তির ছোঁয়ায় উন্নত হচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে যাত্রা শুরু করলো উন্নত যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষায়িত ডেন্টাল ক্লিনিক ‘ডেন্টাল স্টুডিও খুলশী’।

শুক্রবার (১৭ মার্চ) নগরের খুলশী ১ নং রোডে কেক কেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশেষায়িত এ দন্ত চিকিৎসার ক্লিনিকটির উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেকের ডেন্টাল ইউনিটের প্রধান ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী।

ক্লিনিকটিতে মোট ৫ জন বিশেষজ্ঞ ডেন্টিস্ট এবং ডেন্টাল সার্জন নিয়মিত চিকিৎসা প্রদান করবেন। তারা হলেন- ডা. মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, ডা. মুহাম্মদ ওয়াসিফ হামিদ, ডা. কাজী মেহেনাজ আশা, ডা. নিশাত তাসনিম ও ডা. আফরিন সুলতানা রিমি।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যতন্ত খোলা থাকবে ক্লিনিকটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম, শাহ আমানত মাজার শরিফের মোতোয়াল্লি শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান। 

এছাড়াও উপস্থিত ছিলেন শাহ আমানত মাজার শরিফের মোতোয়াল্লি শাহজাদা মোহাম্মদ  বেলায়েত উল্লাহ খান, চসিকের ইঞ্জিনিয়ার মুনিরুল হুদা, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মানিক, ইন্জি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু সালেহ, ইঞ্জি. আনোয়ার হোসাইন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের হেড কার্ডিওলজি অধ্যাপক ডা. তারেক ইকবাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের ওরাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজম খান, এনেস্থেসিয়া ডিপার্টমেন্টের এসিসট্যান্ট প্রফেসর ডা. নুরুল আজিম, সাবেক পরিচালক ডা. আব্দুল করিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ট্যারন্যশনাল ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, সহকারী অধ্যাপক ডা. রিয়াদ মাহমুদ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম জেলার সহসভাপতি ডা. শেখ মুহাম্মদ জাহেদ, বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিন, স্যানমার ওশান সিটির জেনারেল ম্যানেজার মুহাম্মদ জসিম উদ্দীন, সিএন্ডএফ ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুহাম্মদ খাইরুল বাশার মিল্টন, এডভোকেট ফজলুল করিম এবং ডা. সরওয়ার কামাল প্রমূখ।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X