চট্টগ্রাম ব্যুরো: আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম ক্রিয়েটিভ নার্সিং কলেজ।
শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরের জিইসি মোড় এলাকায় প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান মো. নবিউল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে শুরু করে তার জীবনের প্রতিটি অধ্যায়ের অসাধারণ কৃতিত্বগুলো তুলে ধরেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠসহ উপস্থিত সকলে একযোগে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পরবর্তীতে নার্সিংয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও কৌতুক অভিনয় ইত্যাদি পরিবেশনা করেন৷ এছাড়াও অনুষ্ঠানে শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মো. নবিউল আলম।
চট্টগ্রাম ক্রিয়েটিভ নার্সিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও এবং নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মো. ওসমান, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: মো. জাহিদ হোসেন শরীফ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
নিউজনাউ/আরএইচআর/২০২৩