alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিজ্ঞান আন্দোলন মঞ্চের ‘বিজ্ঞান প্রতিযোগিতা’

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩, ১২:৩২ এএম

চট্টগ্রামে বিজ্ঞান আন্দোলন মঞ্চের ‘বিজ্ঞান প্রতিযোগিতা’
alo

চট্টগ্রাম ব্যুরো: বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বিশ্বনন্দিত বিজ্ঞানী ড. জামান নজরুল ইসলামের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক মিরাজ উদ্দিনে।
সভায় উপস্থিত ছিলেন ত্রয়োমাসিক স্কুল পত্রিকা শিশু কিশোর মেলা প্রকাশক আল কাদেরী জয়, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক রায়হান উদ্দিন, জেলানসংগঠক প্রীতম বড়ুয়া ও উম্মে হাবিবা শ্রাবণী। 

সভায় বক্তারা বলেন, বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম গবেষণা জগতের এক অবিস্মরণীয় নাম। মৌলিক পদার্থবিজ্ঞান, গণিতসহ বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণা ও প্রবন্ধ সমকালীন বিজ্ঞানমহলে গভীর প্রভাব তৈরি করে। তাঁর লেখা বই বর্তমানে কেম্ব্রিজ-অক্সফোর্ডের মত বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। বিদেশের  স্বাচ্ছন্দ্যময় ও নিশ্চিত জীবন এবং জীবিকার মোহ ছেড়ে তিনি দেশের মাটিতে ফিরে আসেন দেশপ্রেম ও স্বদেশে গবেষণার তাগিদে।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশে  অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত থেকেও তিনি স্বাধীনতা আন্দোলনের পক্ষ নেন। বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় উৎসাহী ছিলেন এবং বাংলায় বিজ্ঞান বই রচনা করে বিশেষ অবদান রাখেন। বাঙালি বিজ্ঞানী হিসেবে ডা. নজরুল ইসলামের বিশ্বখ্যাতি থাকলেও আমাদের দেশের শিক্ষার্থীদের তাঁর গবেষণা-অবদান সম্পর্কে খুব বেশি জানানো হয় না। তাঁর স্মৃতি রক্ষার কোন আয়োজন  চোখে পড়ে না।তাই এই মহান বিজ্ঞানীর গবেষণা ও অবদান  সকলের কাছে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।

তাঁর স্মৃতিকে স্মরণ করার মাধ্যমে শিক্ষার্থিদেরকে কুসংস্কারাচ্ছন্ন যুক্তিবোধহীন মুখস্থ বিদ্যা চর্চার পরিবর্তে যুক্তিনির্ভর বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে জ্ঞান-বিজ্ঞানের সকল স্তরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিচরণে আগ্রহী করে তোলার দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম স্মরণে তাঁর গবেষণা ও জীবনী শীর্ষক একটি বিজ্ঞান প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X