চট্টগ্রাম ব্যুরো: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরামের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘৫ম পিসিডিএফ স্বাধীনতা বিতর্ক উৎসব-২০২৩’।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সমাপনী পর্বের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নেমেছে। নতুন বিতার্কিকদের তার্কিক হিসেবে তৈরি করতে এই আয়োজন৷
এই প্রতিযোগিতায় ৮ টি টিমের ২৪ জন নব্য বিতার্কিক অংশগ্রহণ করে। বিতর্কে চ্যাম্পিয়ন হয় জাগ্রত বাঙ্গালি এবং রানার্সআপ হয়েছে টিম “বীরাঙ্গনা” সেরা বক্তা হোন তমা চৌধুরী।
পিসিডিএফ এর কো-অর্ডিনেটর নাজিব হাসান চৌধুরী এবং কো- অর্ডিনেটর প্যানেলে সদস্যদের তত্ত্বাবধানে এই আয়োজন দুই দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয়।
পিসিডিএফ এর কো-অর্ডিনেটর মো. নাজিফ হাসান চৌধুরী বলেন ,এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মেধার,চিন্তার বিকাশ ঘটাই। বিতর্ক একটি সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম। বিতর্কের উদ্দেশ্যই হলো কিছু যুক্তিবান, পরিশ্রমী, বিচক্ষণ মানুষের পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের আত্ম উন্নয়নে অবদান রাখা৷ আমি মনে করি, এই আয়োজনের মাধ্যমে পিসিডিএফ ভবিষ্যতের জন্য কিছু চমৎকার বিতার্কিক তৈরি করার প্রচেষ্টায় আরও একধাপ এগিয়ে গেলো।
নিউজনাউ/আরএইচআর/২০২৩