alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

টেকনাফে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা, চবি শিক্ষক সমিতির প্রতিবাদ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৯:৪৪ পিএম

টেকনাফে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা, চবি শিক্ষক সমিতির প্রতিবাদ
alo

 

চবি প্রতিনিধি: টেকনাফে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে চবি শিক্ষক সমিতি।  এছাড়া অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ভ্রমণ শেষে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে জাহাজের স্টাফদের দ্বারা ন্যাক্কারজনক হামলার শিকার হন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। জাতির সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী হয়ে জাহাজের স্টাফদের হাতে এভাবে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার ঘটনা অত্যন্ত লজ্জা ও বেদনার।

দেশের এসব মেধাবী সন্তানরা তাঁদের বুদ্ধিবৃত্তি ও প্রজ্ঞার মাধ্যমে জাতিগঠনে, জাতির বহুমাত্রিক নেতৃত্বে চালিকা শক্তিরূপে ভূমিকা পালন করে থাকে। একটি দেশ ও সমাজের সম্মুখসারির নাগরিকদের সঙ্গে এমন অনভিপ্রেত আচরণ আমাদের আত্মমর্যাদার জায়গাতে তীব্রভাবে আঘাত করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এমন ভারসাম্যহীন অযাচিত আচরণ লজ্জার, অবমাননাকর এবং এক ধরনের মনোবৈকল্যের লক্ষণ। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

X