চবি প্রতিনিধি: 'সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার' প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'অঙ্গন' এর ৩৩ বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনব্যাপী চলে নানান অনুষ্ঠান আর আয়োজন। সকাল ১০টায় র্যালির মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ১১টায় উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক মানুষ গড়ার জন্য সাংস্কৃতিক মানুষ গড়ার বিকল্প নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জোয়ার আনার ক্ষেত্রে অঙ্গন দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। অঙ্গন তার এই ধারা বজায় রাখবে। শিক্ষার্থীদের চিন্তার প্রসার ও সৃজনশীল মন তৈরিতে অঙ্গন বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড.মোহাম্মদ মাহবুবুল হক, ইন্সটিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সম্মানিত প্রফেসর ড. মো. দানেশ মিয়া,বাংলা বিভাগের সম্মানিত প্রফেসর ড.মোহাম্মদ ফরিদুল আলম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মানিত প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম।
দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংগীত,আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে অঙ্গন সদস্যরা। যা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
নিউজনাউ/আরএইচআর/২০২৩