alo
ঢাকা, শনিবার, আগস্ট ২০, ২০২২ খ্রিস্টাব্দ | ৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ

রাশিয়ার হামলা: সস্ত্রীক নিহত ইউক্রেনের কৃষি টাইকুন

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২, ০৮:৩১ পিএম

রাশিয়ার হামলা: সস্ত্রীক নিহত ইউক্রেনের কৃষি টাইকুন
alo

নিউজনাউ ডেস্ক: ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্যতম বৃহত্তম কৃষি সংস্থা নিবুলনের প্রতিষ্ঠাতা ও মালিক ওলেক্সি ভাদাতুরস্কি এবং তার স্ত্রী নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর ভিটালি কিমের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর বলেন, রোববার মাইকোলাইভে নিজ বাড়িতেই ওই দম্পতি নিহত হন। মাইকোলাইভে স্থানীয় সময় সকাল থেকেই তীব্র গোলাবর্ষণ করছিল রুশ বাহিনী।

মাইকোলাইভেই নিবুলনের সদর দফতর অবস্থিত। গম, বার্লি এবং ভুট্টা উৎপাদন ও রপ্তানি করে নিবুলন। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব বিশেষজ্ঞ দল ও শিপইয়ার্ড।

এদিকে, ভাসমান মাইনে উড়ে গেছে রাশিয়ার জাহাজ।বিষয়টি নিশ্চিত করে রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স মনিটরিং সেন্টারের প্রধান কর্নেল মিখাইল মেজিনসেভ বলেছেন, একটি ইউক্রেনীয় হাইড্রোগ্রাফিক জাহাজ দানিয়ুবের মুখে ভেসে যাওয়া একটি মাইনে উড়িয়ে দেওয়া হয়েছিল। জাহাজটি যখন ‘দানিউবের মুখে একটি জলাধারার গভীরতা পরিমাপ করছিল’ তখন এ ঘটনা ঘটে।

নিউজনাউ/এবি/২০২২

X