নিউজনাউ ডেস্ক: উত্তর জার্মানির হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে বুধবার (২৫ জানুয়ারি) ছুরি হামলার ঘটনায় দুজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলার উদ্দেশ্য বের করার চেষ্টা করছে।
জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।
সূত্র: ডয়চে ভেলে
নিউজনাউ/কেআই/২০২৩