মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন পাকা ও টিনশেড দোকান গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে রাস্তার ওপরে কাঠের স্তুপ করে রাখায় দুই করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মিজানুর রহমান।
ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, বারইয়ারহাট পৌরসভার জোবেদা ফার্মেসির সামনে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। এছাড়া মহাসড়কের পাশে কাঠের স্তপ রাখায় দুটি করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজনাউ/আরএইচআর/২০২৩