alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

থুতু ফেলতে বিমানের জানলা খোলার আর্জি!

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৪ পিএম

থুতু ফেলতে বিমানের জানলা খোলার আর্জি!
alo

নিউজনাউ ডেস্ক: সম্প্রতি একাধিক বিমানে এমন কিছু ঘটনা ঘটেছে, তাতে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছে প্রতিবারই। কখনও বিমানে বোমাতঙ্ক, মদ্যপ অবস্থায় প্রস্রাব, বিমানের টয়লেটে বসে ধূমপানের মতো একাধিক ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আবার সম্প্রতি মাঝ আকাশে তরুণীকে এক তরুণের বিয়ের প্রস্তাব দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

এসব ঘটনার মধ্যেই ফের এক অদ্ভুত ঘটনা ঘটল বিমানে। এবার এক যুবক বিমান সেবিকাকে জানালা খুলে দেয়ার আবেদন জানালেন। কারণ তিনি গুটখার পিক ফেলতে চান। মাঝ আকাশে এই বার্তালাপের ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন গোবিন্দ শর্মা নামের এক ব্যক্তি। সেই ভিডিওর ক্যাপশনে, ‘নিজের কোনও গুটকা প্রেমী বন্ধুকে ট্যাগ করুন।’ ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জানা যায়, কোনও এক ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিমানের একদম ধারের আসনে বসে রয়েছেন এক ব্যক্তি। আসনে বসেই তিনি হাতের তালুতে কিছু একটা ঘষছেন। তারপর তিনি এক বিমান সেবিকাকে ডাকেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘শুনুন, একটু জানালা খুলে দিন প্লিজ, গুটখার থুতু ফেলব।’ এদিকে, এই কোথা বলার সঙ্গে সঙ্গে খোদ বিমানসেবিকা ও বিমানের অন্যান্য যাত্রীরা হাসিতে ফেটে পড়েন।

তবে, এই ঘটনায় সৌভাগ্যবশত কোনও বিতর্ক হয়নি। কারণ ভিডিওটি দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, গোটা বিষয়টিই হয়েছে মজাচ্ছলে। 

নিউজনাউ/কেআই/২০২৩

 

X