নিউজনাউ ডেস্ক: জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর সোমবার সকাল থেকে আচমকা অন্ধকারে ডুবে যায় পাকিস্তান। বিদ্যুৎ ফিরবে এমন ঘোষণা দিয়েও পাকিস্তানের সরকার নির্ধারিত সময়ের পরেও লাহোর, করাচি, ইসলামাবাদসহ বড় শহরগুলোতে বিদ্যুৎ বিভ্রাট কাটাতে পারেনি। ফলে প্রায় ২০ ঘন্টা ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে প্রায় পুরো পাকিস্তান।
সোমবার সকালে দেশটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। করাচি, লাহোরসহ দেশটির বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়ে। খবর দ্য ডনের
এদিকে সোমবার রাতে একটি টুইট বার্তায় পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ পুনরায় শুরু হয়েছে।
টুইটারে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সারাদেশে বিদ্যুৎ বিতরণ শুরু করেছি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।’
এর আগে খুররম রয়টার্সকে জানিয়েছিলেন রাত ১০টার মধ্যেই পুরো পাকিস্তাজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।
এর আগে গত বছরের অক্টোবর মাসে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। জাতীয় বিদ্যুৎ গ্রিডে চাপের কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়ে থাকে।
নিউজনাউ/পিপিএন/২০২৩