চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ আড়াই মাসের অচলাবস্থা কাটাতে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চারুকলা ইন্সটিটিউটের ক্যাম্পাস পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ড. দীপুমনি। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবির সাথে একমত পোষণ করে দাবি পূরণের আশ্বাস দেন।
এদিন পরিদর্শনে যাবার পূর্বে আনুষ্ঠানিকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নগরের সার্কিট হাউজে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানান।
বৈঠকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারুকলার সংস্কারে সাধ্যমতো প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী। একই সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ উন্নত করতে শিক্ষা মন্ত্রী ড. দীপুমনি ও উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল- দু'জনই আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান- শিক্ষার্থীদের খেলার মাঠ, মানসম্মত আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
তবে বৈঠকে থাকা শিক্ষার্থীরা নিজেদের আন্দোলন চালিয়ে যাবে জানিয়ে নিউজনাউকে বলেন, সার্কিট হাউজে অনুষ্ঠিত মিটিংয়ে শিক্ষামন্ত্রী মহোদয় শিকার করেছেন, ‘চারুকলা স্থানান্তরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। যেহেতু বিশ্ববিদ্যালয়টি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয় এবং প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্ষদ সিন্ডিকেট সিদ্ধান্ত নিবেন। ’ আমাদের একমাত্র দাবি মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিনেও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তাই মূল ক্যাম্পাসে না ফেরা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
এসময় তারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউটে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সার্কিট হাউজের বৈঠকে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
প্রসঙ্গত, চবির চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাস থেকে ২৩ কিলোমিটার দূরে চট্টগ্রাম নগরে অবস্থিত। গত বছরের ২ নভেম্বর থেকে আবাসিক হল নিশ্চিতকরণ, নিজস্ব বাস চালু, ডাইনিং-ক্যান্টিনের সুব্যবস্থা ও পাঠাগার সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
নিউজনাউ/জেআর/২০২৩