alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

৮০-তেও ম্যারাথন, শাড়ি পরে দৌড়লেন বৃদ্ধা

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৩, ০৯:২৩ এএম

৮০-তেও ম্যারাথন, শাড়ি পরে দৌড়লেন বৃদ্ধা
alo

নিউজনাউ ডেস্ক: ভারতের মুম্বাইয়ে গত রবিবার বসেছিল টাটা মুম্বাই ম্যারাথনের ১৮তম আসর। তরুণ দৌড়বিদ থেকে শুরু করে বয়স্ক ও শিশু মিলিয়ে এবারের আসরে অংশগ্রহণকারী ছিল প্রায় ৫৫ হাজার। স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নানা বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা ছিল এ ম্যারাথনের উদ্দেশ্য। তবে এবারের আসরের সব আলো কেড়ে নেন ৮০ বছরের নারী ভারতী। সবাইকে চমকে দিয়ে শাড়ি পরেই চার কিলোমিটারের বেশি দৌড়েছেন তিনি।

ভারতীর নাতনি ডিম্পল মেহতা ফার্নান্দেস তার নানির ম্যারাথনের একটি ভিডিও শেয়ার করেছেন তার ইন্সটাগ্রামে। লিখেছেন, ‘আশি বছর বয়সে আমার নানি ম্যারাথনে দৌড়েছেন, তাও আবার শাড়ি পরে। আমাদের দেশের নারীদের জন্য তিনি এক বড় অনুপ্রেরণা।’

তবে এবারই প্রথম ম্যারাথনে অংশ নিলেন ভারতী, এমনটা নয়। এবার নিয়ে পাঁচবার মুম্বাই ম্যারাথনে দৌড়ালেন তিনি। এ জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এই বয়সে টানা দৌড়ানোর জন্য নিজেকে তৈরি করেছেন। সংবাদমাধ্যমকে ভারতী জানান, ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রতিদিন নিয়ম মেনে দৌড়াতেন তিনি। সুস্থ থাকার জন্য বাছবিচার করে খাওয়াদাওয়া করতেন।

তরুণদের জন্য আপনার পরামর্শ কী, এমন প্রশ্নের জবাবে ভারতীর উত্তর, প্রচুর হাঁটতে ও দৌড়াতে হবে।

নিউজনাউ/কেআই/২০২৩

X