নিউজনাউ ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তিনি পদটি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। নিজেকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেশটির নেতৃত্ব দেওয়ার মতো ‘যথেষ্ট’ মনে করছেন না।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি জেসিন্ডা লেবার পার্টির ওই পদ থেকে সরে দাঁড়াবেন। ফলে সামনের দিনে তার পদে অন্য নেতৃত্ব বাছাই করতে হবে লেবার পার্টিকে। খবর বিবিসি।
আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের কথা রয়েছে।
সাংবাদিকদের আর্ডান বলেন, তিনি গত ছয় বছরের এই কাজে খুবই চ্যালেঞ্জিং সময় পার করেছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা আর্ডান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের সময় খুব ভালো ব্যবস্থাপনা দিয়ে দেশটিতে জনপ্রিয়তা পান। ফলে ২০২০ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
তিনি বলেছেন, তার একটা বিরতি দরকার এবং ভবিষ্যতে কী করতে চান সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন গ্রীষ্মকালীণ অবকাশ যাপনের সময়।
জেসিন্ডা সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করেছিলাম আমি যা যা চাই সেগুলো করতে পারব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা পারিনি। তাই আমি এই পদে আর থাকতে চাই না। এটা নিউজিল্যান্ডের জন্য ক্ষতিকর হতে পারে।’
নিউজনাউ/কেআই/২০২৩