alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মাঝ আকাশেই যাত্রীর রক্তপাত শুরু, জরুরি অবতরণেই পরই মৃত্যু

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৩, ১২:২৪ পিএম

মাঝ আকাশেই যাত্রীর রক্তপাত শুরু, জরুরি অবতরণেই পরই মৃত্যু
alo


নিউজনাউ ডেস্ক: মাঝ আকাশে আচমকাই অসুস্থ যাত্রী। ক্রমাগত রক্ত বেরিয়ে আসছিল মুখ থেকে। বিমানের জরুরি অবতরণ করেও বাঁচানো যায়নি বৃদ্ধকে। 

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ইন্দোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে মাদুরাই থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানটি। কিন্তু শেষরক্ষা হয়নি। অসুস্থ বিমানযাত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

শনিবার মাদুরাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই-২০৮৮ বিমানটি। সেই বিমানের যাত্রী ছিলেন ৬০ বছরের অতুল গুপ্ত। মাঝ আকাশে দেখা যায় তাঁর নাক-মুখ দিয়ে ক্রমাগত রক্তপাত হচ্ছে। তাঁর শারীরিক অবস্থারও অবনতি হচ্ছিল। অসুস্থ যাত্রীর চিকিৎসার স্বার্থে সঙ্গে সঙ্গে বিমানটি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। অবতরণের পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ ও ডায়েবেটিসের সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ। মাঝ আকাশে তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়। বিমানে প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল বলে খবর। কিন্তু তারপরেও বাঁচানো যায়নি ওই বৃদ্ধকে। ওই যাত্রীকে যে চিকিৎসকরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন জানান, আগে থেকেই হৃদপিণ্ডের সমস্যায় ভুগছিলেন অতুল। উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যা থাকায় বিমানে উঠে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

নিউজনাউ/আরবি/২০২৩

X