alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আনোয়ারায় ৩ বসতঘরে আগুন, পুড়ে ছাই

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৩, ০৫:০৮ পিএম

আনোয়ারায় ৩ বসতঘরে আগুন, পুড়ে ছাই
alo

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব বারখাইন ভরাপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর তিনটি স্থানীয় মো. জাহাঙ্গীর ও আজিমের ও শামসুল আলমের।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। পরে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। দুটি ঘর থেকে কিছুই উদ্ধার করা যায়নি।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X