নিউজনাউ ডেস্ক: ফ্রান্সের পত্রিকা শার্লি এবদোয় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কার্টুন ছাপানোর প্রতিবাদে রাজধানী তেহরানসহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) তেহরানে জুমার নামাজ শেষে মুসল্লিরা রাস্তায় নেমে ফরাসি পত্রিকা এবং ফ্রান্স সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
বিক্ষোভকারীদের অনেকের হাতে ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়, যাতে লেখা ছিল 'আমি সর্বোচ্চ নেতার অনুগত।' এছাড়া, পত্রিকাটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিক্ষোভকারীরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
তেহরান ছাড়াও দেশের অন্য বড় বড় শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।
শার্লি এবদো পত্রিকা গত চার জানুয়ারি একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বেশ কিছু অবমাননাকর কার্টুন প্রকাশ করে। গতমাসে পত্রিকাটি এক ঘোষণায় বিশ্বের সব কার্টুনিস্টের কাছ থেকে ইরানের সর্বোচ্চ নেতার ব্যঙ্গাত্মক কার্টুন আহ্বান করেছিল। ওই প্রতিযোগিতায় সংগৃহীত কার্টুনগুলো থেকে বাছাই করা কিছু কার্টুন বুধবার প্রকাশ করে বিতর্কিত ফরাসি পত্রিকাটি।
এর আগে কয়েক বার বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে এই পত্রিকাটি। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ হয়।
সূত্র: পার্সটুডে।
নিউজনাউ/আরবি/২০২৩