মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘বাংলাদেশ হবে স্মাট বাংলাদেশ। দেশকে স্মার্ট বাংলাদেশ করতে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। কৃষি জমিতে কোন শিল্পকারখানা গড়তে দেয়া হবে না। কেউ শিল্প-কারখানা গড়তে হলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে গড়তে হবে।’
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এস রহমান ট্রাস্টের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এস রহমান ট্রাস্টের সভাপতি সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এস রহমান ট্রাস্টের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, অধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। মেট্রো রেল ও কর্ণফুলী টানেল আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য উৎপাদন বাড়াতে অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনা হয়েছে। পরে এসএসসিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
নিউজনাউ/আরএইচআর/২০২৩