alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পাকিস্তানে রিজার্ভ সংকট, রাত সাড়ে ৮টায় দোকান বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৩, ১১:২৩ এএম

পাকিস্তানে রিজার্ভ সংকট, রাত সাড়ে ৮টায় দোকান বন্ধের নির্দেশ
alo


নিউজনাউ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দফতরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। একই সাথে রাত সাড়ে ৮টায় দেশের সব দোকান বন্ধের নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

খাজা আসিফ ঘোষণা দিয়েছেন, দেশটির সব বিপণিবিতান রাত সাড়ে ৮টায় বন্ধ করতে হবে। এ ছাড়া কমিউনিটি সেন্টার ফাঁকা করতে হবে রাত ১০টার মধ্যে। তিনি আরও বলেন, জ্বালানি খরচ কমাতে রেস্তোরাঁও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পর বণিক সমিতির প্রতিনিধিরা প্রতিবাদ করেন। তারা এ সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেননি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার (৩ জানুয়ারি) ‘ন্যাশনাল এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্ল্যান’ পাস করেছে। মূলত জ্বালানি খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এমন সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ দেশটির রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে। সরকারের দেয়া তথ্য বলছে, গত আট বছরের মধ্যে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। ডিসেম্বরে এ রিজার্ভ নেমে এসেছে ৫৮০ কোটি মার্কিন ডলারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান রিজার্ভ দিয়ে এক মাসের মতো পণ্য আমদানি করা যেতে পারে। এমন সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, সেটিও বিলম্বিত হচ্ছে। ফ

নিউজনাউ/আরবি/২০২২

X