alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চবি ছাত্রলীগ; শাটলের মারামারির রেষ ক্যাম্পাসে, আহত ৩

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৩, ১২:২৭ এএম

চবি ছাত্রলীগ; শাটলের মারামারির রেষ ক্যাম্পাসে, আহত ৩
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের এক কর্মীকে মারধরের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের তিন কর্মী আহত হয়েছেন। বিবাদমান দুই গ্রুপ হলো ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও সিক্সটি নাইন।

আহতরা হলেন, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন ও হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মানিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরান। এদের মধ্যে মামুন এবং মানিক সিক্সটি নাইন গ্রুপের এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী। শাহ পরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সিক্সটি নাইন গ্রুপের কর্মী মামুনকে শাটল ট্রেনে মারধর করে ভিএক্স কর্মীরা।

পরে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে মানিক ও শাহ পরান আহত হয়।  

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা আমিরুল হক চৌধুরী জানান, তারা আমাদের এক কর্মীকে শাটল ট্রেনে মারধর করে। ইচ্ছাকৃতভাবে তারাই এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ভিএক্স গ্রুপের বক্তব্য জানতে চাইলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন,  ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে তিন জন আহত হয়েছে। পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X