alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দুবাইতে মদের উপরে কর কমলো ৩০ শতাংশ

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩, ০৩:৫১ পিএম

দুবাইতে মদের উপরে কর কমলো ৩০ শতাংশ
alo

নিউজনাউ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। এ ছাড়া মদ কেনার জন্য আগে লাইসেন্স করতে ফি লাগলেও তা মওকুফ করা হয়েছে।

সোমবার যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দুবাইয়ের অন্যতম দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে মদের ওপর থেকে কর প্রত্যাহার ও মদ কিনতে লাইসেন্স ফি না লাগার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা।

আর দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হয়েছে। দুবাইয়ের শীর্ষ দুই অ্যালকোহল সরবরাহকারী প্রতিষ্ঠানের অন্যতম এমএমআই। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, ‘৩০ শতাংশ পৌর ও বিনা ফিতে লাইসেন্স পাওয়ায় আপনি আগের চেয়ে সহজে ও সুলভে আপনার পছন্দের পানীয় কিনতে পারবেন।

তবে দুবাই মিডিয়া অফিসের তরফে অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নিউজনাউ/এফএস/২০২৩
 

X