alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

রাশিয়ায় শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৪

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২, ০৮:২৪ এএম

রাশিয়ায় শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৪
alo


নিউজনাউ ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্কের একটি শপিং সেন্টারে বন্দুক হামলায় গুলিতে ৪ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

তাস বলেছে, ক্রিমস্কের শপিং সেন্টারে গুলিতে নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। হামলায় প্রাণহানির ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শপিং সেন্টারের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি নির্বিচারে গুলি চালাচ্ছেন। ভিডিওর শেষে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে একেবারে কাছ থেকে গুলি চালান ওই হামলাকারী।

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নিউজনাউ/আরবি/২০২২

X