alo
ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২, ১০:০০ এএম

সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প
alo


নিউজনাউ ডেস্ক: ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ভূমিকম্পটি অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানিয়েছেন একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একজন সাংবাদিক।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে উপকূলের অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ভূমিকম্পের পর কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে 
উঁচু স্থানে অবস্থান নিয়েছেন।

প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ উল্লেখ করলেও পরে তা কমিয়ে ৭ মাত্রার বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সূত্র: এনডিটিভি।

নিউজনাউ/আরবি/২০২২

X