alo
ঢাকা, সোমবার, নভেম্বর ২৮, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

ইরাকে গ্যাস বিস্ফোরণে নিহত ৪

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২, ০৯:৪৫ এএম

ইরাকে গ্যাস বিস্ফোরণে নিহত ৪
alo


নিউজনাউ ডেস্ক: ইরাকের দুহোক প্রদেশে একটি বেকারিতে গ্যাস বিস্ফোরণে চার জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। 

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

দুর্ঘটনার শিকার ভবনটিতে আলাদা ফ্লোরে একটি ছাত্রাবাসও রয়েছে বলে জানা গেছে।

ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর ইরাকের সুলায়মানিয়াহ প্রদেশের একটি বাড়িতে গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত এবং ১২ জন আহত হয়।

নিউজনাউ/আরবি/২০২২

X