alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

রাশিয়া যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২, ১১:২৬ এএম

রাশিয়া যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট
alo


নিউজনাউ ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার হঠাৎ করেই এ খবর সামনে এলো। খবর খালিজ টাইমসের।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম সোমবার এ খবর জানায়। সেখানে বলা হয়, মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে রাশিয়া যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ডব্লিউএএম-এর খবরে বলা হয়, এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সেসবের মধ্যে আমিরাতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা এবং অভিন্ন স্বার্থের উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

প্রসঙ্গত, রাশিয়ান ফেডারেশন বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭১ সালের ডিসেম্বরে। দুই দেশের সম্পর্ককে বরাবরই দৃঢ় ও ‘কৌশলগত অংশীদারিত্বের’ সম্পর্ক হিসাবে বর্ণনা করা হয়েছে।

নিউজনাউ/আরবি/২০২২

X