alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

গৌতম আদানি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪১ পিএম

গৌতম আদানি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
alo

নিউজনাউ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় কিছু সময়ের জন্য দ্বিতীয় অবস্থানে উঠে এসেছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। তবে তা খুব স্বল্প সময় স্থায়ী ছিল। ওই সময়ে গৌতম আদানি ও তার পরিবার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ৪৭০ কোটি ডলার।

অ্যামাজনের জেফ বেজোস ও লুই ভিতোর বার্নার্ড আর্নল্টকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করে আদানি গ্রুপ। কিছু সময় পরই আবার লুই ভিতোর বার্নার্ড আর্নল্টের কাছে অবস্থান হারায় আদানি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ফোর্বসের রিয়েল-টাইম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই সময় ২৭ হাজার ৩৫০ কোটি ডলার নিয়ে তালিকায় শীর্ষ ধনী ছিলেন ইলন মাস্ক। দ্বিতীয় শীর্ষ ধনী আদানির চেয়ে তার সম্পদের পরিমাণ ১২ হাজার কোটি ডলারেরও বেশি ছিল।

গত মাসের এক তালিকায় শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে ছিলেন আদানি। তখন দ্বিতীয় স্থানে ছিলেন অ্যামাজনের জেফ বেজোস।

রিয়েল-টাইম তালিকায় তৃতীয় স্থানে থাকা লুই ভিতোর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫০ কোটি ডলার। অন্যদিকে বেজোসের ছিল ১৪ হাজার ৯৭০ কোটি ডলার।

তালিকায় অষ্টম স্থানে ছিল ভারতের আরেক ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯ হাজার ২০০ কোটি ডলার।

নিউজনাউ/এবি/২০২২

X