alo
ঢাকা, বুধবার, মে ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

চবি ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৫ মে, ২০২৩, ১১:৪৯ পিএম

চবি ছাত্রীর আত্মহত্যা

 

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিউজনাউকে নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার। 

তিনি বলেন, 'ইতিহাস বিভাগের ওই ছাত্রী ভাইয়ের সাথে রাগারাগি করে তেলাপোকার ঔষধ খায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন৷ তার লাশ এখন মেডিকেলে আছে, আমি এখন মেডিকেলে অবস্থান করছি'।

জানা যায়, নিহতের নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন এই শিক্ষার্থী।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X