alo
ঢাকা, বুধবার, মে ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বর্জ্য ট্রাকের চালকের আসনে রসিক মেয়র মোস্তফা!

প্রকাশিত: ২৫ মে, ২০২৩, ১১:৪২ পিএম

বর্জ্য ট্রাকের চালকের আসনে রসিক মেয়র মোস্তফা!

 

রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের (রসিক) পরিবহন শাখার কমকর্তাদের দায়িত্ব পালনে কোন ধরনের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে মেরামতকৃত বর্জ্য ট্রাক চালিয়ে দেখলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।  বিষয়টি জানাজানি হলে টক অব দ্যা টাউনে পরিনত হয়।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের মহানগর সভাপতি  মেয়র  মোস্তাফিজার রহমান নগরির বাস টার্মিনাল এলাকায় একটি ওয়ার্শপ থেকে চারটি বর্জ্য ট্রাক নিজে চালিয়ে নগর ভবনে আসেন। এসময় তিনি ট্রাক চালিয়ে বিভিন্ন এলাকায় যেয়ে বর্জ্য অপসারণের কাজগুলো তদারকি করেন।

এসময় মেয়র মোস্তাফিজার রহমান জানিয়েছেন, ট্রাকগুলোর বয়স হয়েছে। বছরে অন্তত তিন চার বার ওয়ার্কশপে নিয়ে গিয়ে মেরামত করতে হয়। খরচও হয় কয়েক লাখ টাকা। তা ছাড়া একেকটা ট্রাক নতুন কিনতে গেলে ব্যয় করতে হয় ৬০ থেকে ৭০ লাখ টাকা। জনগণের করের টাকায় কেনা ট্রাকসহ নানা ধরনের যন্ত্রাংশ মেরামতে যেন কোন ধরনের দূর্নীতি না হয় সেজন্য চালকের আসনে তিনি আসীন  হয়েছেন। 

সিটি করপোরেশনের সব ধরনের অনিয়ম, দূর্নীতি বন্ধে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবেন। আধুনিক নগর গড়তে সবার সহযোগিতা চান রসিক মেয়র।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X