alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য চড়া, রমজানের আমেজ নেই চট্টগ্রামে

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০৩:৩১ পিএম

দ্রব্যমূল্য চড়া, রমজানের আমেজ নেই চট্টগ্রামে
alo

 

 

চট্টগ্রাম ব্যুরো: রোজার বাকি আর অল্প কিছুদিন। রমজানকে কেন্দ্র করে বাজার করতে শুরু করেছেন সাধারণ ক্রেতারা। তবে বাড়তি দাম থাকায় বাজার করতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা। কারণ, রোজা আসলেই চাহিদা বাড়ে ছোলা, ডাল, আটা, ময়দা, চিনি ও সয়াবিনের।

 

শনিবার (১৮ মার্চ) নগরের বহদ্দারহাট, চকবাজার ও আশেপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ডালের দাম কিছুটা কমলেও কমেনি অন্যান্য নিত্যপণ্যের দাম। 

 

বাজারে প্রতি কেজি খোলা চিনি ১০৫ থেকে ১১০ টাকা, দেশি মসুরের ডাল ১৩৫ থেকে ১৪০, মানভেদে ছোলা ৮৫ থেকে ৯০, মটর ডাল ৬২ থেকে ৬৮, প্যাকেটজাত আটা ৬৫ থেকে ৬৮, প্যাকেটজাত ময়দা ৭৫ থেকে ৭৭, পেঁয়াজ ৩০ থেকে ৪০, দেশি রসুন ৯৫ থেকে ১০০, আমদানিকৃত রসুন ১২৫ থেকে ১৩০ এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৭২ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

 

বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। বিক্রেতারা জানিয়েছেন, আগের মত একসাথে বাজার করছেনা মানুষ। আগে যে ক্রেতারা ১০ কেজি একসাথে কিনতেন তারা এখন এক বা দুই কেজি কিনছেন। বাড়তি দামের কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক মানুষই আগের মত বাজার করছে না। 

 

বহদ্দারহাট বাজারে কথা হয় পোশাক শ্রমিক মোহাম্মদ মোস্তাফিজুরের সাথে। তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। তিনি বলেন, দুই সন্তান, বাবা-মা ও স্ত্রী সাথে বাবা নিয়ে ৬ জন মানুষের সংসার তাদের। কিন্তু দিন দিন দ্রব্যমূল্য বাড়ার কারণে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না। আগে রোজায় যেরকম বাজার করা যেতো, এখন ওই মাফিক করতে পারছেন না। আগে কোন জিনিসের দাম বললে ওইটা নিয়ে কষাকষি করা যেতো। এখন সেই সুযোগ নেই।

 

এদিকে, বাজারে এখনও কমেনি মাংস ও মুরগির দাম। চট্টগ্রামের বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০, দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০, হাড়ছাড়া গরুর মাংস ৮০০ থেকে ৮৫০, হাড়সহ গরুর মাংস ৬৮০ থেকে ৭৩০ ও খাসির মাংস এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪৫ টাকায়। 

 

মাংসের বাজারে ব্রয়লার মুরগির দর কষাকষি করছিলেন সাগর আহমেদ। তার সাথে কথা হলে তিনি বলেন, বহদ্দারহাট এলাকার ব্যাচেলর বাসায় থাকেন তিনি। টিউশনি করে নিজের ও গ্রামে পরিবারের খরচ মেটান। কিন্তু নিত্যপণ্যের দাম বাড়ায় এখন আর আগের মত চলতে পারছে না। বাসা ভাড়া, বাজার খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে চলতে হিমশিমে পড়তে হচ্ছে।

 

সবজির বাজারে ফুলকপি ২৫ থেকে ৩০, বেগুন ২৫ থেকে ৪০, ঢেঁড়স ৭৫ থেকে ৮০, চিচিংগা ৪০ থেকে ৪৫, বরবটি ৭০ থেকে ৮০, করলা ১০০ থেকে ১২০, শসা ২৫ থেকে ৩৫, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৩৫, পাকা টমেটো ২০ থেকে ২৫, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০, শিম ৩৫ থেকে ৪৫, গাজর ২০ থেকে ২৫, মুলা ১৫ থেকে ১৮, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মুখিকচু ৫০ থেকে ৬০, বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

 

এ ছাড়া আলু ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

 

নিউজনাউ/এসবি/আরএইচআর/২০২৩









 

X