alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩, ০৪:০২ পিএম

আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং
alo


নিউজনাউ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় অবস্থান করবেন চীনের প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: সিএনএন’র।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন।

গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।

ক্রেমলিন চীনা প্রেসিডেন্টের সফরের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দুই নেতা ‘কৌশলগত সহযোগিতা’ নিয়ে সম্ভবত আলোচনা করবেন। রাশিয়া ও চীনের মধ্যকার অংশীদারত্বমূলক বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে।

চীনা প্রেসিডেন্টের মস্কো সফরে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ কিছু চুক্তিও সই হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

নিউজনাউ/আরবি/২০২৩

X