alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

উত্তর প্রদেশে কোল্ড স্টোরেজের ছাদ ধসে নিহত ৮

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩, ০১:৫৭ পিএম

উত্তর প্রদেশে কোল্ড স্টোরেজের ছাদ ধসে নিহত ৮
alo


নিউজনাউ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলার চান্দৌসি এলাকায় আলুর কোল্ড স্টোরেজের ছাদ ধসে ৮ জনের মৃত্যু হয়েছে।ওই হিমাগার থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনকে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ধসে পড়া কোল্ড স্টোরেজে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সদস্যরা।

রাজ্যের মোরাদাবাদের ডিআইজি শালাভ মথুর বার্তা সংস্থা এএনআইকে জানান, এ ঘটনায় ১৯ জন হতাহত হয়েছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, কোল্ড স্টোরেজে বেজমেন্ট ছিল। সেখানে পৌঁছে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্বল জেলা প্রশাসক মনীষ বানসাল জানান, ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে উদ্ধারে ডগ স্কোয়াড ব্যবহার করছেন উদ্ধারকারীরা।

ধসের ঘটনায় কোল্ড স্টোরেজের মালিকের নামে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন সম্বলের এসপি চরকেশ মিশ্র।

তার ভাষ্য, এ ঘটনায় মালিকসহ তিনজনের নামে এফআইআর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে চারজনকে।

নিউজনাউ/আরবি/২০২৩

X