নিউজনাউ ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে ৮৯৫ মিলিয়ন ডলারের ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী অস্ট্রেলিয়াকে টমাহক মিসাইল এবং প্রযুক্তিগত সহায়তা দেবে পেন্টাগন। যদিও প্রস্তাবটি পাস হতে কংগ্রেসের অনুমোদন লাগবে।
বিবিসির খবরে বলা হয়, অস্ট্রেলিয়া অকুস প্রতিরক্ষা চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাবমেরিনগুলো অধিগ্রহণ করবে, সেগুলোতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘এ ক্ষেপণাস্ত্রগুলো “সত্যিই গুরুত্বপূর্ণ সক্ষমতা” প্রদান করবে।’
মন্ত্রী অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) বলেন, ‘এসব অস্ত্র দিয়ে আমরা অনেক দূরের শত্রুকেও কোণঠাসা করতে পারব। এতে অস্ট্রেলিয়া নিরাপদ থাকবে।’
এবিসি জানিয়েছে, সাবমেরিন সরবরাহের আগে ক্ষেপণাস্ত্রগুলো অস্ট্রেলিয়ার হোবার্ট-ক্লাস ডেস্ট্রয়ারে মোতায়েন করা হতে পারে।
পেন্টাগন বলছে, এই বিক্রি ‘মার্কিন সামুদ্রিক বাহিনী এবং অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ উদ্ধারে অস্ট্রেলিয়ার সক্ষমতাকে সমৃদ্ধ করবে।
সূত্র: আল জাজিরা।
নিউজনাউ/আরবি/২০২৩