alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৪ ফিলিস্তিনি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩, ০৯:১৩ এএম

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৪ ফিলিস্তিনি
alo


নিউজনাউ ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আরও ৪ জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গোপনে অভিযান চালিয়ে তাদের হত্যা করে।

গত বছর থেকে ফিলিস্তিনের বেসামরিক এলাকায় ঢুকে হত্যার ঘটনা বেড়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি  ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক গোপন অভিযানের মধ্যে সবশেষ হত্যাকাণ্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন ফিলিস্তিনের পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। ইউসুফ শিরীম (২৯), নিদাল খাজীম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। যদিও চুতর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

পশ্চিম তীরের পূর্ব দিকে অবস্থিত জেনিন। যেখানে গত বছর থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বেড়েছে।

নিউজনাউ/আরবি/২০২৩

X