alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

শিল্পপতির কোমরে দড়ি, সেই এসআই ‘ক্লোজড’

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০২:১৮ পিএম

শিল্পপতির কোমরে দড়ি, সেই এসআই ‘ক্লোজড’
alo

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিস্ফোরণের ঘটনার মামলায় গ্রেপ্তার পারভেজ উদ্দিন শান্টুকে আদালতে হাজির করার সময় কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় শিল্প পুলিশের এক এসআইকে কারণ দর্শাতে বলার পর এবার ক্লোজড করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করার সময় তার কোমড়ে রশি বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

ক্লোজড করা ওই পুলিশ সদস্যের নাম অরুণ কান্তি বিশ্বাস। তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত এবং উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, পারভেজ উদ্দিন শান্টুকে হাতকড়া পরিয়ে এবং কোমড়ে দড়ি বেঁধে আদালতে তোলার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সমালোচনা শুরু হলে রাতেই শিল্প পুলিশের ওই (অরুণ) এসআইকে ক্লোজড করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে তাকে শোকজ করা হয়েছে।  নোটিশের জবাব দিতে তাকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

শোকজ নোটিসে বলা হয়েছে, ‘আপনি সু-শৃঙ্খল পুলিশ বাহিনীর একজন প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হয়ে, বাংলাদেশ পুলিশ বাহিনীর নিয়মশৃঙ্খলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে আসমা স্কট ডিউটিতে ডিউটি পার্টির ইনচার্জ হয়ে দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করেননি। আপনার এহেন কর্মকাণ্ড কর্তব্যকর্মে অবহেলা, গাফিলতি, অদক্ষতা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী, শাস্তিযোগ্য অপরাধের শামিল।’

এর আগে, মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। বুধবার (১৫ মার্চ) তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত পারভেজ উদ্দীনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।  


প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাতজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। ঘটনার দিন রাতেই আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রাম জেলা প্রশাসন। ওই কমিটিকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরবর্তীতে তদন্তে দুইদিন সময় বাড়ায় কমিটি। পরে ঘটনাস্থল পরিদর্শন যান জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। মঙ্গলবার প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। ওইদিন বিকেলে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জানিয়েছেন, তদন্তে কারখানা পরিচালনায় মালিকপক্ষে অবহেলার প্রমাণ তারা পেয়েছেন।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X