নিউজনাউ ডেস্ক: পোল্যান্ডের পাইলট লুকাজ চেপিয়েলা ইতিহাস সৃষ্টি করেছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে বুর্জ আল আরব জুমেইরাহ হোটেলের হেলিপ্যাডে উড়োজাহাজ অবতরণ করিয়েছেন তিনি।
বিশেষভাবে নির্মিত নিজের হালকা উড়োজাহাজটি নিয়ে ৮৯ ফুট প্রশস্ত হেলিপ্যাডে অবতরণ করেন পাইলট লুকাজ চেপিয়েলা। ৫৬ তলা বুর্জ আল আরব জুমেইরাহ হোটেলের হেলিপ্যাডটি ৬৯৬ ফুট উচ্চতায় অবস্থিত।
২০২১ সালে এর পরিকল্পনা হাতে নেন পাইলট লুকাজ চেপিয়েলা। এজন্য পরীক্ষামূলকভাবে ৬৫০ বার অবতরণ করেন তিনি। চেপিয়েলা মূলত পেশাদার এয়ার রেস পাইলট।
সূত্রঃ সিএনএন