চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের (মেটারনিটি) সামনের মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশন থেকে ৫টি ইউনিট কাজ করছে।
আগুন লেগে একজনের মৃত্যুর বিষয়টি নিউজনাউকে নিশ্চিত করেছেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির নিউজনাউকে বলেন, ‘আন্দরকিল্লার টিন শেডের একতলা বিশিষ্ট সমবায় মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথমে আগুন লেদ মেশিনের দোকানে লাগে। পরবর্তীতে আশেপাশের আরও ৩-৪টি প্রিন্টিং ও প্রেসের দোকানে লাগে। তার ঠিক পাশের তিন তলা ভবনে এবি সার্জিক্যাল দোকানে কেমিক্যাল মজুদ থাকায় সেখানেও আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং লেদ মেশিনের দোকান থেকে ইতোমধ্যে একজন মৃত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও কোতোয়ালী থানা পুলিশের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল হালিম নিউজনাউকে বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’
নিউজনাউ/আরএইচআর/২০২৩