alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহবান: রওশন এরশাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২০ পিএম

অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহবান: রওশন এরশাদ
alo

নিউজনাউ ডেস্ক: ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’— এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্। তিনি জানান, শনিবার (১৭ সেপ্টেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির ভাষণে অনলাইনে যুক্ত হয়ে রওশন এরশাদ একথা বলেন।

এসময় রওশন এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নেতাদের ‘ফায়ার করবেন’ এমন হুমকি দেন। যা শিষ্টাচার বহির্ভূত। রওশন এরশাদ বলেন, পার্টির চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদপ্রেমী নেতাকর্মীকে আহত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি নরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।


২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ মোট ১১টি সাংগঠনিক টিম ও ২২টি সাব কমিটি গঠন করা হয়।

নিউজনাউ/আরএ/২০২২

X