alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বন্ধ করলো ফেসবুক

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৩, ০৮:২৯ এএম

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বন্ধ করলো ফেসবুক
alo


নিউজনাউ ডেস্ক: রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি বন্ধ করে দিয়েছে ফেসবুক। সোমবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ফেসবুক পেজ বন্ধ করে দেয়ার বিষয়টি জানানো হয়। এক টুইটার বার্তায় বলা হয়, কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের রুশ ভাষার পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক।

আরটি আরও জানায়, তাদের ওই পেজটিতে ২০ লাখের বেশি ফলোয়ার ছিল। এটা ফেসবুকে রুশ ভাষার সবচেয়ে বড় গণমাধ্যম বিষয়ক পেজগুলোর একটি। ঠিক কী কারণে পেজটি বন্ধ করে দেয়া হয়েছে তা জানার জন্য ফেসবুক কাস্টোমার সার্ভিস টিমের সঙ্গে যোগাযোগ করেছে আরটি।

টুইটার বার্তায় বলা হয়, ‘ফেসবুক কাস্টমার সার্ভিস টিমের কাছ থেকে জবাবের অপেক্ষায় রয়েছি। রুশ ভাষার পেজটি বন্ধ হলেও ইংরেজি ভাষার পেজটি এখনও চালু রয়েছে। আরটির পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে ‘রাজনীতি করা’র অভিযোগ করা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন মতে, গত বছর ফেসবুকের মূল কোম্পানি মেটা তাদের সব প্লাটফর্ম থেকে আরটির কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়। ওই ঘোষণার প্রায় এক বছর পদক্ষেপ নেয়া হলো। 

মেটার আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ সেই সময় জানান, ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরও কয়েকটি সরকারের পক্ষ থেকে ‘অনুরোধ’ জানানো হয়েছে।  

গত বছরের মার্চ মাসেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বেশকিছু বিধিনিষেধ আরোপ করে ফেসবুক ও তার সহযোগী প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ‘প্রতিশোধ’ হিসেবে মস্কো ফেসবুক ও টুইটার পুরোপুরি বন্ধ করে দেয়। 

নিউজনাউ/আরবি/২০২৩

X