alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

আবু মহসীন এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২০ পিএম

আবু মহসীন এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত
alo

 

চট্টগ্রাম ব্যুরো: এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন এস. এম. আবু মহসীন। সম্প্রতি এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সফল ব্যাংকার এস. এম. আবু মহসীন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়াম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লিঃ এর পরিচালক। এছাড়াও তিনি এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনসিসিবি সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এর পরিচালক।

তিনি এ্যালায়েন্স ডিপ সী ফিশিং লিঃ, ফুড এন্ড একোমোডেশন কোং লিঃ, রেনবো সিএনজি সার্ভিস স্টেশন লিঃ এর চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয় এর প্রতিষ্ঠাতা মরহুম এস. এম. মোজাহেরুল হক এর পুত্র এবং মোজাহের গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।

নিউজনাউ/পিপিএন/২০২২

X