alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সীমা অক্সিজেনের পরিচালককে একদিনের রিমান্ডে পেল পুলিশ

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩, ০৮:১১ পিএম

সীমা অক্সিজেনের পরিচালককে একদিনের রিমান্ডে পেল পুলিশ
alo

 

চট্টগ্রাম ব্যুরো: সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দীন শান্টুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

এর আগে, মঙ্গলবার (১৪ মার্চ) নগরের জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে শান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ চট্টগ্রাম ইউনিট। এরপর তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাতজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। ঘটনার দিন রাতেই আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রাম জেলা প্রশাসন। ওই কমিটিকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরবর্তীতে তদন্তে দুইদিন সময় বাড়ায় কমিটি। পরে ঘটনাস্থল পরিদর্শন যান জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। মঙ্গলবার প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। ওইদিন বিকেলে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জানিয়েছেন, তদন্তে কারখানা পরিচালনায় মালিকপক্ষে অবহেলার প্রমাণ তারা পেয়েছেন।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

 

 

 

X