Banner Before Header

নাইজেরিয়ায় বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৯৯

ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় সম্প্রতি নাইজেরিয়ার ১২ প্রদেশে প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার নাইজার ও বেনুয়ে নদী প্লাবিত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ১৯৯ জন দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)।

গত সপ্তাহে জাতিসংঘ জানায়, এখনও পর্যন্ত তিন হাজার মানুষ দেশটিতে কলেরায় আক্রান্ত হয়েছেন। আর কলেরায় উত্তর-পূর্বাঞ্চলে বর্ণ ও ইয়োবো প্রদেশে গত দুই সপ্তাহে ৯৭ জন মারা গেছেন।

এনইএমএ আরো জানিয়েছে, গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া তীব্র মাত্রার এ বন্যায় ২ লক্ষ ৮৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আগামী সপ্তাহগুলোতে এই সংখ্যা এবং একইসাথে বৃষ্টির মাত্রাও বাড়ার সম্ভবনা রয়েছে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

Leave A Reply

Your email address will not be published.