রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে নাটকীয়ভাবে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম জয় পেল টাইগাররা। হেরে গেলে এশিয়া কাপ থেকে এক রকম ছিটকে যেতে হতো।
মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসের ব্যাটে লড়াইয়ের পুঁজি পাওয়া মাশরাফি বিন মুর্তজার দল জিতল স্নায়ু চাপ ধরে রেখে।
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। আফগানদের হাতে ৮ উইকেট। প্রথম বল থেকে এলো ২। সমীকরণ আরেকটু সহজ হলো তাদের জন্য।
শেষ ৫ বলে প্রয়োজন ছিল ৬ রান। তখনই দেখা মুস্তাফিজ জাদুর। দারুণ এক স্লোয়ারে রশিদ খানকে ফিরিয়ে দিলেন বাঁহাতি এই পেসার।
পরের তিন বল থেকে আফগানরা নিতে পারল কেবল ২ রান। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। মুস্তাফিজ সেই বলটি ডট খেলালেন সামিউল্লাহ সেনওয়ারিকে।
স্নায়ু চাপ ধরে রেখে রোমাঞ্চকর লড়াইয়ে ৩ রানে জিতল বাংলাদেশ। দুই সংস্করণ মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর আফগানদের বিপক্ষে জিতল তারা।
আজকের জয়ে আত্মবিশ্বাসটা আবারও ফিরে পেল বাংলাদেশ ।ফাইনাল নিশ্চিত করতে হলে বুধবার পাকিস্তানের বিপক্ষে এই আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে মাশরাফিদের।