Banner Before Header

কিং খানের অবস্থান নড়বড়ে!

 

নিউজনাউ ডেস্ক : অর্থবিত্তের দিক থেকে নাকি বলিউডের কিং খানের অবস্থান নড়বড়ে! যদিও শাহরুখ খান বিষয়টাকে মোটেও পাত্তা দিচ্ছেন না।বলিউডের এই বাদশাহকে নিয়ে তাই আলোচনা চলছে গণমাধ্যমে। আলোচনার শুরুটা ফোর্বস ম্যাগাজিনের। সারাবিশ্বের বেশি আয়ের একশো তারকার তালিকায় এবার নাম নেই কিং খানের। এই খবরেও তেমন হতাশ হতেন না ভক্ত-সমালোচকরা। যদি না দেখতেন! ফোর্বসের তালিকায় শাহরুখের নাম না থাকলেও ঠিকই নাম আছে অক্ষয় কুমার এবং সালমান খানের।

৪০.৫ মিলিয়ন ডলার আয় নিয়ে অক্ষয় আছেন তালিকার ৭৬ নাম্বারে। আর সালমান আছেন ৮২তম স্থানে। তার আয় বলা হয়েছে ৩৭.৭ মিলিয়ন ডলার।

ফোর্বসের হিসেবে ২০১৭ সালে শাহরুখ খানের আয় ছিল ৩৮ মিলিয়ন ডলার। একশো তারকার তালিকায় গতবার কিং খানের অবস্থান ছিল ৬৫ তম।

 

 

Leave A Reply

Your email address will not be published.